প্রথম দুই ঘণ্টায় গড়ে ভোট পড়েছে ৭ শতাংশ

অনলাইন ডেস্ক

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) ১০টা পর্যন্ত ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অঞ্চলভেদে গড়ে ৭ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

- Advertisement -

সকাল ১১টার দিকে অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়ে বলেন, এই ধাপের ১৫৬ উপজেলায় সকাল ৮টায় সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় ভোটের আগের রাতে এক আনসার সদস্য শারিরীক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা যায়।

- Advertisement -google news follower

অশোক কুমার আরও বলেন, ভোট শুরু হয়েছে মাত্র দুই ঘণ্টা হয়েছে। বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্য পাওয়া পর্যন্ত একেক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়ছে। কোথাও বেশি, কোথাও কম। তবে বেলা বাড়ার সঙ্গে এই হার আরও বাড়বে।

প্রথম ধাপের প্রথম দুই ঘণ্টাতেও একই হারে ভোট পড়েছিল বলে ইসি থেকে জানানো হয়েছিল।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM