ক্যাম্পে মজুত ছিল বিপুল অস্ত্র ও গুলি

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে ধরা আরসা সন্ত্রাসী আবদুল্লাহ

দেশজুড়ে ডেস্ক :

রোহিঙ্গা ক্যাম্পে নাশকতরে উদ্দ্যেশে আরসা সন্ত্রাসী বাহিনী লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় মজুত করেছেন বিপুল অস্ত্র ও গোলবারুদ।

- Advertisement -

এমন তথ্যে ক্যাম্প-২০ এলাকায় বুধবার (২২ মে) থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সাঁড়াশি অভিযান চালায় ১৪ এপিবিএন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আরসা সন্ত্রাসী আবদুল্লাহ (৩০)কে গ্রেফতার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেফতার আবদুল্লাহ ব্লক-ডি/৫১, ক্যাম্প-৩, এফসিএ-১৭৬১৮৯ এর মোদাচ্ছের এর ছেলে। আজ বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন।

১৪ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল বলেন, আমাদের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০ নং ক্যাম্পে অবস্থান করছে। এই খবর পেয়ে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।

- Advertisement -islamibank

বিকাল সাড়ে ৪ টার দিকে ক্যাম্পের একটি শেড থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়।

পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ক্যাম্প-২০/এক্সটেনশন ব্লক-বি/৪, এস/১ সংলগ্ন কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় অভিযান পরিচালনা করে।

সেখান থেকে দেশীয় তৈরি বড় ওয়ান শুটার গান ১ টি, মাঝারি সাইজের ওয়ান শুটার গান ২ টি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ ১ টি, রাইফেলের গুলির খোসা ২০ টি, পিস্তলের গুলির খোসা ৩ টি উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মোট ৮ টি হত্যা মামলা রয়েছে। অধিনায়ক ইকবাল জানান, গ্রেফতার আরসা সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM