ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

প্রতিবেশী ডেস্ক :

ভারতের মুম্বাইয়ে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে এই বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। খবর এনডিটিভির।

- Advertisement -

প্রতিবেদনে উঠে আসে, মুম্বাইয়ের থানের ডোম্বিভালির ফেস ২-এর একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

- Advertisement -google news follower

স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের পর ৩০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতর এখনো আরও অনেক শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ১৫ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -islamibank

বিস্ফোরণের আঘাতে আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে। কারখানার পাশে একটি গাড়ির শোরুমসহ আরও দুটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিস ডোম্বিভালির রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ ছাড়া আটকে পড়াদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM