হোয়াইটওয়াশের লজ্জা নাকি মান বাঁচবে, পরীক্ষা রাতে

খেলাধুলা ডেস্ক :

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-২০তে বাংলাদেশকে লজ্বায় ডুবিয়ে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র

- Advertisement -

শেষ ম্যাচে হারলেই হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে বাংলাদেশকে। আর জিতলে মান বাঁচবে শান্ত-সাকিব বাহিনীর। এমন সমীকরণ নিয়ে আজ রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

- Advertisement -google news follower

শনিবার হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি।

সিরিজের প্রথম দুই টি-২০তে সব বিভাগেই মার্কিনীদের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিং। অচেনা কন্ডিশনেও চেনা লিটন-সৌম্য-শান্তরা। উইলো হাতে টাইগার ব্যাটারদের দূর্দশা থামছেই না। কাঠগড়ায় তাদের স্ট্রাইকরেটও।

- Advertisement -islamibank

মান বাঁচানোর মিশনে দলে আসতে পারে একাধিক পরিবর্তন। একাদশে ফিরতে পারেন আফিফ হোসেন ধ্রুব। আরো একবার জায়গা হারাতে পারেন সৌম্য সরকার। সিরিজে প্রথমবার খেলতে পারেন স্পিনার তানভীর ইসলাম।

ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে এরই মধ্যে ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো আইসিসির কোন পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নিশ্চিত করেছে সিরিজ জয়। এবার বাংলাদেশকে হোয়াইটওয়াশের পালা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM