সংস্কার-সংরক্ষণের অভাবে কবি নজরুলের স্মৃতিচিহ্ণের বেহাল দশা

সাহিত্য-সংস্কৃতি ডেস্ক :

কুমিল্লা থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি। সেখানকার নজরুল ভক্তরা জানান যেসব স্মৃতি ঘিরে এত দিনে নজরুলকে স্মরণ করা হতো সেগুলো আজ ধ্বংসের পথে। দিনের পর দিন সংরক্ষণের অভাবে সেগুলোর বেহাল দশা।

- Advertisement -

দ্রোহ, প্রেম, বিরহ কিংবা তারুণ্যের প্রতীক হিসেবে স্বীকৃত কবি কাজী নজরুল ইসলাম।

- Advertisement -google news follower

কখনো রাজনীতি, কখনো আত্মগোপন আবার কখনো শুধুই ভ্রমণে ঘুরে বেড়িয়েছেন কবি। সেই ধারাবাহিকতায় ১৯২১ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো কুমিল্লা এসেছিলেন কবি নজরুল। এর পর বারবার এসেছেন। জমিয়েছেন গান ও কবিতার আসর।

দৌলতপুরে প্রথমবার বিয়ে হয় নার্গিস আসার খানমের সঙ্গে। বিখ্যাত কবিতা আনন্দময়ীর আগমনে লেখার জন্য এখান থেকেই আটক হয়েছিলেন কবি। এখানকার আমতলায় বসে নজরুল বাঁশি বাজাতেন। কবিতা লিখতেন।

- Advertisement -islamibank

কবি ভক্তরা বলছেন, শ্রদ্ধা আর ভালোবাসায় কুমিল্লায় চির অম্লান হয়ে থাকবেন নজরুল।

তবে কবির স্মৃতিবিজড়িত এই স্থানগুলো অনাদরে-অবহেলায় হারিয়ে যাচ্ছে। সেগুলো সংরক্ষণের দাবি করেছেন নজরুল গবেষকরা।

নজরুল গবেষকদের মতে, নজরুল মোট পাঁচ দফায় কুমিল্লায় এসে থেকেছিলেন প্রায় ১১ মাস। সূত্র ৭১টিভি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM