চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মগ্যারহাট এলাকায় যাত্রীবাহি বাস চাপায় দুই সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তবে তাৎক্ষনিত আহত দুজনের পরিচয় জানা যায়নি।
তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন-হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব টুকু (৭০) ও ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকার বাসিন্দা মো. আবছার (৫৫)। তারা দুজনই অটোরিকশার যাত্রী।
সড়ক দুর্ঘটনায় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার এসআই মো. আনিসুল ইসলাম।
তিনি বলেন, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। একজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হাইওয়ে থানার ওসি মো. মফিজ জানান, দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিতে কাজ শুরু করেছে টিম।
জেএন/পিআর