মৃত ইরাবতী ডলফিন ভেসে এলো কুয়াকাটা সৈকতে

দেশজুড়ে ডেস্ক :

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ৭ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর মাথা, পিঠসহ শরীরের অধিকাংশ জায়গার চামড়া ও মাংস উঠে গেছে।

- Advertisement -

আজ শনিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে জোয়ারে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা খবর দেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের।

- Advertisement -google news follower

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসার পর স্থানীয় লোকজন এটিকে দেখতে পান।

পরে আমাদের জানালে আমরা কয়েকজন ঘটনাস্থলে যাই। সমুদ্রে জোয়ারের পানির তীব্রতা বেশি থাকায় এটিকে সরিয়ে মাটিচাপা দিতে একটু সময় লাগবে।

- Advertisement -islamibank

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা-প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ নষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে।

আজকে ভেসে আসা ডলফিনটি বিশ্বজুড়ে বিপন্ন হয়ে পড়া ইরাবতী প্রজাতির। সমুদ্রের এসব প্রাণী রক্ষায় জেলেসহ সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানাই।

পরে বন বিভাগের সহায়তায় আমাদের সদস্যরা ডলফিনটি উদ্ধার করার চেষ্টা করলেও জোয়ারের পানির তীব্রতা বেশি থাকায় বিলম্ব হচ্ছে। চলতি বছরে কুয়াকাটা সৈকতে ভেসে আসা চতুর্থ মৃত ডলফিন এটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM