চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার একটি নবনির্মিত ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) বেলা ১২ টার দিকে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম নুরুল আবছার। বয়স ৫৫ বছর। সে একই পৌরসভাধীন ২নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগরের খেরু পাড়ার বাসিন্দা আবদুল লতিফের ছেলে।
নিহত আবছার হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন। পাশাপাশি স্থানীয় বাজারে তার একটি ওয়েল্ডিংয়ের দোকান ছিলো বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে আবছারের দোকানের কর্মচারীরা পৌরসভার একটি নবনির্মিত ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন।
বেলা ১২টার দিকে তিনি কাজের তদারকি করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
কর্মচারীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবছারকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. রশ্মি চাকমা। তিনি বলেন, শনিবার দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিলো।
জেএন/পিআর