দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আগামীকাল সোমবার চট্টগ্রাম জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে স্কুলের শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ রাখার এ নির্দেশনা দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
আজ বেলা ৩টায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
চিঠিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা শিক্ষা কর্মকর্তাকে পাঠনো হয়।
এদিকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে রোববার (২৬ মে) টাইগারপাস চসিক কার্যালয়ে দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সোমবার চসিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানলে ক্ষয়ক্ষতি এড়াতে চসিকের ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয়কেন্দ্রে হিসেবে ব্যবহার করা হবে।
জেএন/পিআর