চট্টগ্রাম বিমানবন্দর সড়কে ২শ অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন বিমান বন্দর জননেত্রী শেখ হাসিনা সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

- Advertisement -

আজ রবিবার (২৬ মে) দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নের্তৃত্বে পরিচালিত এ অভিযানে সড়কের ভিআইপি অংশের শত শত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

- Advertisement -google news follower

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, অভিযানে ফুটপাত ও রাস্তার দুই পাশের অবৈধ ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাটার ফ্লাই পার্কের সামনের প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

- Advertisement -islamibank

উচ্ছেদ অভিযানের পর সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এলাকাটি পরিদর্শন করে উদ্ধার হওয়া জায়গায় বেষ্টনী তৈরির নির্দেশ দেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM