চট্টগ্রামে তিন ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবে চট্টগ্রামে ভারী বৃষ্টি হচ্ছে। সোমবার (২৭ মে) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিস ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছ।

- Advertisement -

শঙ্কার বিষয় হচ্ছে কর্ণফুলী নদীতে জোয়ার থাকাবস্থায় ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢল ও নগরের বৃষ্টির পানি মিলে জলাবদ্ধতা ভয়াবহ হবে।

- Advertisement -google news follower

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পানি নিষ্কাশনের পথ না থাকা কিংবা প্রতিবন্ধকতার কারণে নিচু সড়কে পানি জমে গেছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।

- Advertisement -islamibank

৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় চট্টগ্রাম বন্দর, বঙ্গবন্ধু টানেল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় রোববার।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা এমএইচএম মোসাদ্দেক জানান, সকাল ৯টা ২২ মিনিটে জোয়ার শুরু হয়। ভাটা শুরু হবে বিকেল ৩টা ১৬ মিনিটে। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ২০৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM