১৮ ঘণ্টা পর খুলে দেওয়া হলো বঙ্গবন্ধু টানেল

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে যানবাহন চলাচল বন্ধ রাখার পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল খুলে দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় এটি খুলে দেওয়া হয়।

- Advertisement -

আজ সকাল ৬টায় বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়ার কথা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগায় বেলা সাড়ে ১১টায় এটি খোলা হয়। অর্থাৎ, ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর খুলল টানেলের দ্বার।

- Advertisement -google news follower

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উপপ্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে টানেলটি প্রায় ১৮ ঘণ্টা বন্ধ রাখার পর আজ বেলা সাড়ে ১১টায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

এর আগে রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বঙ্গবন্ধু টানেল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

এরপর গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ ঘোষণার পরপরই গতকাল বিকেল সাড়ে ৫টায় টানেলের উভয় প্রান্তের ৪টি ফ্লাড গেট বন্ধ করে দেওয়া হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM