রামুতে প্রায় ৩ কোটি টাকার আইসসহ আটক ১

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের রামু মরিচ্যা চেকপোস্টের তিন রাস্তার মোড় থেকে ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ৫শ ৮০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

- Advertisement -

এসময় সুমন তালুকদার (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১২ টার দিকে এসব মাদকসহ আটক হয় সুমন।

- Advertisement -google news follower

সুমন বাগেরহাট জেলার মোংলা উপজেলার হলদিবুনিয়া ইউপির দক্ষিণ মালগাজী পাড়ার জামাল তালুকদারের ছেলে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

তিনি বলেন, মরিচ্যা চেকপোস্টে সন্দেহ হওয়ায় তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে ৫৮০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা।

আটককৃত আসামীকে ক্রিষ্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM