রাঙামাটির নানিয়ারচরে অমরজীবন, লংগদুতে বাবুল বিজয়ী

দেশজুড়ে ডেস্ক :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাঙামাটিতে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

- Advertisement -

রাতে এই দুই উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন নানিয়ারচর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ভূপতি রঞ্জন চাকমা ও লংগদু উপজেলার সহকারী রিটার্নিং অফিসার বুলবুল আহমেদ।

- Advertisement -google news follower

লংগদু উপজেলার মোট ২৩টি কেন্দ্রে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বাবুল দাশ বাবু ১৬ হাজার ৯৮৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮২৬ ভোট।

এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারকে চার হাজার ১৬০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

- Advertisement -islamibank

একই উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বই প্রতীকের প্রার্থী রকিব হোসেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের ফাতেমা জিন্নাহ।

নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি ভোটকেন্দ্রে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী অমরজীবন চাকমা আনারস প্রতীকে ৬ হাজার ১৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জ্যোতিলাল চাকমা পেয়েছেন চার হাজার ১৬২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের সুজিত তালুকদার সাত হাজার ৪০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বই প্রতীকের বিনয় কৃষ্ণ চাকমা ছয় হাজার ৬৫৪ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা কলস প্রতীকে ১০ হাজার ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোয়ালিটি চাকমা প্রজাপতি প্রতীকে চার হাজার ২৪৩ ভোট পেয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM