বোয়ালখালীতে জাহেদুল-নওশাদ-সালমার চমক

অনলাইন ডেস্ক

৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে অনুষ্ঠেয় চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোহাম্মদ জাহেদুল হক।

- Advertisement -

হেলিকপ্টার প্রতীকে ৩০ হাজার ৫৭৭ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শফিক আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট।

- Advertisement -google news follower

এছাড়া মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমিন চৌধুরী পেয়েছেন ৯ হাজার ২৫১ ভোট, দোয়াত কলম প্রতীক নিয়ে রেজাউল করিম পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মো. শফিউল আলম পেয়েছেন ৫ হাজার ৩৬১ ভোট, কাপ পিরিচ প্রতীক নিয়ে এস. এম সেলিম পেয়েছেন ৮৩৪ ভোট ও টেলিফোন প্রতীক নিয়ে এস.এম নুরুল ইসলাম পেয়েছেন ৪৭৫ ভোট।

বুধবার (২৯ মে) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মঈনুল হক।

- Advertisement -islamibank

তিনি জানান, উপজেলার ৮৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মীর নওশাদ ৩১ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীকের প্রার্থী মো. সেলিম উদ্দীন পেয়েছেন ১৪ হাজার ৪৫৮ ভোট।

এছাড়া টিয়াপাখি প্রতীক নিয়ে মো. শফিকুল আলম পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট, উড়োজাহাজ প্রতীক নিয়ে সজল কান্তি চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৩৭১ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে ৩১ হাজার ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উম্মে সালমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের প্রার্থী শামীম আরা বেগম পেয়েছেন ২৮ হাজার ৪০১ ভোট। এছাড়া কলস প্রতীক নিয়ে মর্জিনা বেগম পেয়েছেন ১৫ হাজার ৯৬৭ ভোট।

উপজেলার ৮৬টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানা যায়, ভোট পড়েছে ৮০ হাজার ৫৬৭টি। যা মোট ভোটের ৩৮ দশমিক ৩০ শতাংশ।

এর মধ্যে বৈধ ৭৭ হাজার ১৪৫ ভোট। বাতিল হয়েছে ৩ হাজার ৪২২ ভোট। বোয়ালখালীতে মোট ভোটার রয়েছেন ২ লাখ ১০ হাজার ৩৬০ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM