বাংলাদেশি নাগরিকদের জন্য ১২টি ক্যাটাগরিতে ভিসা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ওমান সরকার।
বুধবার (২৯ মে) বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাত দিয়ে টাইমস অব ওমান এই তথ্য জানিয়েছে।
ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে- পারিবারিক ভিসা, উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ভিসা, ডাক্তারি ভিসা, ইঞ্জিনিয়ার ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, অ্যাকাউনন্টেন্ট ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং অন্যান্য সবধরণের বিধিবদ্ধ ভিসা।
২০২৩ সালের ৩১ অক্টোবর ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য সবধরণের ভিসা বন্ধ করে দেয়ার পর দেশটিতে বাংলাদেশিদের প্রবেশ ৫০ শতাংশ কমে গেছে।
এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওমানের রাজকীয় পুলিশ বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেয়া বন্ধ করে দেয়।
এর কিছু সময় পরেই ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি ক্ষণস্থায়ী হবে বলে জানিয়েছিল।
জেএন/পিআর