কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা

অনলাইন ডেস্ক

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন নাহিদা সোবহান। বর্তমানে তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত আছেন।

- Advertisement -

কানাডায় হাইকমিশনার খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হবেন নাহিদা সোবহান।গতকাল বুধবার (৩০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

পেশাদার কূটনীতিক নাহিদা সোবহান ১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। ২০২০ সাল থেকে জর্ডানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের স্নাতকোত্তর ডিগ্রিধারী নাহিদা সোবহান বাংলার পাশাপাশি ইংরেজি, ফ্রেঞ্চ ও আরবি ভাষায় সমান দক্ষ। তিনি ব্যক্তিজীবনে দুই সন্তানের জননী।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM