ভোটের ৭দিন আগে পৌঁছে যাবে ব্যালট পেপার

ভোটের ৭দিন আগে সব এলাকায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হেলালুদ্দীন আহমেদ।

- Advertisement -

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

- Advertisement -google news follower

তিনি বলেন, আমাদের যে ধরনের প্রস্তুতি প্রয়োজন তা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রিসাইডং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ ছাড়াও গত এক মাসে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি জানান, আশা করছি নির্বাচনের সাতদিন আগেই সকল এলাকায় ব্যালট পেপার পৌঁছে যাবে।

- Advertisement -islamibank

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৪ ডিসেম্বর থেকে জানুয়ারির ২ তারিখ পর্যন্ত ১০দিন সেনাবাহিনী মাঠে থাকবে। তারা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।

সচিব বলেন, সাংবাদিকরা ভোটকেন্দ্রে যেতে পারবেন, ভোটারদের মতামত নিতে পারবেন, তবে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে বাধ্যবাধকতা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পুলিশ ইনচার্জ মোবাইল ফোন ব্যবহার করবেন। অন্যদের কাছে মোবাইল ফোন থাকতে পারে। তবে সেটি নিরাপত্তার স্বার্থে ভোটকেন্দ্রের বাইরে গিয়ে ব্যবহার করাই ভালো।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM