উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

শনিবার (১ জুন) দুপুরে তাজিমারখোলা ক্যাম্প ১৩ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, ক্যাম্পে আগুনের ঘটনায় কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ শুরু করেছে।

- Advertisement -islamibank

তবে আগুনের সুত্রপাত সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। এবিষয় নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা জানার চেষ্টা চলছে।

এর আগে গেল শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পের ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। ততক্ষণে ওই ক্যাম্পের ৩ শতাধিক শেড পুড়ে ছাই হয়ে গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM