লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার কিংস কাপেও আল হিলালের সঙ্গে লিগে পেরে উঠতে পারেনি আল নাসর।
শুক্রবার (৩১ জুন) কিং কাপের ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে টাইব্রেকারে ৫-৪ এ হারায় সৌদি প্রো লিগ চ্যাম্পিয়নরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিলো।
জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে লড়াই। সপ্তম মিনিটে এগিয়ে যায় হিলাল। গোলদাতা সার্বিয়ার স্ট্রাইকার আলেক্সান্দার মিত্রভিচ। গোল পরিশোধের জন্য নাসর এরপর মরিয়া চেষ্টা চালিয়ে যায়।
বিরতির আগে রোনালদোকে নিরাশ করেন হিলাল গোলরক্ষক। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে নাসর। একের পর এক আক্রমণে রিয়াল রক্ষণে ঝড় তুলতে থাকে তারা। বাধা হয়ে দাঁড়ান সেই গোলরক্ষক।
৫৬ মিনিটে নাসরের গোলরক্ষক ডেভিড ওসপিনা লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় নাসর। ৮৭ মিনিটে হিলালের আলি আলবুইলাইহি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে পরের মিনিটেই সমতায় ফেরে রোনালদোর দল। গোলদাতা আয়মান ইয়াহিয়ার।
৯০ মিনিটে হিলালের কালিদু কুলিবালি লাল কার্ড দেখলে ৯ জন নিয়ে অতিরিক্ত সময় গোলবার আটকে রাখে লিগ চ্যাম্পিয়নরা।
এরপর টাইব্রেকারে পাঁচ শটের প্রতিটি জালে পাঠিয়ে ৫-৪ ব্যবধানে শিরোপার জয়োৎসব করে হিলাল। চোটের কারণে লম্বা সময় দলের বাইরে থাকা নেইমার যোগ দেন উৎসবে।
জেএন/পিআর