চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র উদ্যোগে তদন্তে পুলিশের করণীয় ও তদন্তের মান উন্নয়ন বিষয়ক দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১ জুন) নগরীর দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপির সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আধুনিক তদন্ত কার্যক্রম সম্পর্কে বাস্তব ও প্রায়োগিক ধারণা দেওয়া হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনের উপায় সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
সেই সঙ্গে একই মাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ এবং অপরাধীদের শনাক্তের বিষয়েও কথা বলেন সিএমপি কমিশনার।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিএমপির কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। এ কর্মশালা তদন্তকাজে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন তিনি।
তাছাড়া সিএমপির সকল সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান সিএমপির কমিশনার।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম।
উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া সিএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
জেএন/পিআর