নেপালকে কাঁদিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডি মানেই যেন সেখানে বাংলাদেশের দাপট। গ্রুপ পর্ব ও সেমিফাইনালের মতো ফাইনালটাও বাংলাদেশ জিতল একেপেশে করে।

- Advertisement -

শিরোপার নির্ধারনের ম্যাচে নেপালকে উড়িয়ে প্রতিযোগিতায় মুকুট ধরে রাখল স্বাগতিকরা। প্রতিযোগিতায় বাংলাদেশের এটি টানা চতুর্থ শিরোপা।

- Advertisement -google news follower

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার ফাইনালে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে উড়িয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। এরপর মালয়েশিয়কে ৭৩-২২ পয়েন্টে ও ইন্দোনেশিয়াকে ৫৯-১৯ পয়েন্টের ব্যবধানে হারানোর পর নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল দলটি। আর নেপালকে ৪৬-৩১ পয়েন্টে হারিয়ে টানা পাঁচ জয়ে হয় ‘এ’ গ্রুপের সেরা।

- Advertisement -islamibank

সেমি-ফাইনালেও দাপট ধরে রাখে বাংলাদেশ। থাইল্যান্ডকে উড়িয়ে দেয় ৪১-১৮ পয়েন্টের ব্যবধানে। ফাইনালেও দল উপহার দিল অনেকটা একতরফা ম্যাচ; যেখানে নেপাল তেমন একটা পাত্তাই পেল না।

২০২১ সালে প্রথম এই টুর্নামেন্ট শুরু হয়; কেনিয়াকে হারিয়ে সেইআসরের শিরোপা জিতে নেয় বাংলাদেশ। পরের বছরও কেনিয়াকে হারিয়ে মুকুট ধরে রাখে দল। ২০২৩ সালে চাইনিজ তাইপেকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এদিন ম্যাচ শুরুর আগে অভিজ্ঞ রেইডার আরদুজ্জামান মুন্সি অবসরের সিদ্ধান্ত জানান। ফাইনালের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আরদুজ্জামানকে পরিয়ে দেন পাগড়ি। শেষের বাঁশি বাজতেই আরদুজ্জামানকে কাঁধে তুলে নিয়ে উৎসবে মাতেন তার সতীর্থরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM