ক্রয় রশিদ-মূল্য তালিকা নেই

জরিমানা গুণল রেয়াজউদ্দিন বাজারের ২ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্দ্যোগে নগরীর রেয়াজউদ্দিন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

- Advertisement -

আজ সোমবার (৩ জুন) পরিচালিত এ অভিযানে ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে নিউ মুক্তা বাণিজ্যালয়কে ২ হাজার এবং মেসার্স কুমিল্লা বাণিজ্যালয়কে এক হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

- Advertisement -google news follower

তাছাড়া বাজারে সবজি বিক্রেতাদের সবজি জাতীয় পণ্য পাইকারি বাজারের সাথে সামঞ্জস্য রেখে বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয় এবং সতর্ক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক। সার্বিক সহযোগিতা করেন সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বক্কর এবং কোতোয়ালী থানা পুলিশের টীম।

- Advertisement -islamibank

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক জানান, জনস্বার্থে চট্টগ্রাম জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM