লোকসভা নির্বাচন

এগিয়ে রয়েছে মোদির বিজেপি/পশ্চিমবঙ্গে মমতার বাজিমাত

প্রতিবেশী ডেস্ক :

ভারতের ১৮তম লোকসভা নির্বাচন শেষ হয়েছে মে মাসে। আজ চলছে গণণা। আজই জানা যাবে কারা ভারতের ক্ষমতায় বসছে। প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

- Advertisement -

শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ ২৯৭টি আসনে এগিয়ে। বিরোধী ইন্ডিয়া জোট ২২৫টি আসনে এগিয়ে। অন্যরা এগিয়ে ২২টি আসনে। কেন্দ্রে বিজেপি আসছে এটা অনেকটা নিশ্চিত।

- Advertisement -google news follower

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের তথ্যমতে, বেলা ১২টার কিছু আগে ২৭৫টি আসনে এগিয়ে বিজেপি।
অন্যদিকে ২৩০টি আসন পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।

বেশিরভাগ আসনে বিজেপি এগিয়ে থাকলেও ভারতের পশ্চিমবঙ্গে আবারও বাজিমাত করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা। তিনি এবারও ভূমিধস জয় পেতে যাচ্ছেন। তার দল তৃণমূল কংগ্রেস ৪২ আসনের মধ্যে ৩৪ আসনে এগিয়ে।

- Advertisement -islamibank

আর কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি ৭ আসনে। আর ভারতের জাতীয় কংগ্রেস মাত্র একটি আসনে এগিয়ে। বাম জোট কোনো আসনে জিতবে এমন ভোট পায়নি।

জানা যায়, কয়েক দিন আগেই ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর পরপরই রাজ্যের ৪২ টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে তৃণমূল। ভোটও শেষ হয়েছে। এবার চলছে ভোটগণনা।

ভোটগণনার প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বেশিরভাগ আসনেই এগিয়ে বিজেপি। তবে ভিন্ন চিত্র পশ্চিমবঙ্গে। রাজ্যটিতে এখন পর্যন্ত এগিয়ে আছে তৃণমূল। পশ্চিমবঙ্গের ৪২টি আসনে ৫০৭ জন প্রার্থী লড়াই করছেন।

৫৫টি কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েছে। প্রাথমিক তথ্য বলছে, পশ্চিমবঙ্গের ৩৪টি আসনে এগিয়ে আছে তৃণমূল। ওই রাজ্যে ৭ টি আসনে বিজেপি এবং একটিতে এগিয়ে আছে কংগ্রেস। সেখানে এখনও একটি আসনেও জয়ী হতে পারেনি সিপিএম।

পশ্চিমবঙ্গের ৪২টি আসনে এবার কোন দল জয়ী হবে সেদিকে তাকিয়ে আছে পুরো দেশ। ওই রাজ্যের প্রায় সব কয়েকটি বুথফেরত সমীক্ষায়ই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল।

অন্যদিকে, রাজ্যের শাসকদল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যে ২০১৯ সালের চেয়েও ভালো ফল করবে তৃণমূল।

মঙ্গলবার সকাল ৮টায় পুরো দেশের ৫৪২টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগণনা। সুরাত কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। ফলে গণনা শুরুর আগেই এক আসনে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM