ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা লোকসভা নির্বাচনের আয়োজন শেষে এবার চলছে ভোট গণনা। ভারতের পশ্চিমবঙ্গে বুথফেরত সমীক্ষাকে মিথ্যা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস।
পশ্চিম মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ এর বিপরীতে লড়ছেন তৃণমূলের প্রার্থী ও টালিউড অভিনেতা দেব।
যিনি এখন পর্যন্ত এই কেন্দ্রে এগিয়ে আছেন। অন্যদিকে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে টানটান প্রতিযোগিতা চলছে জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পালের।
ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া খবর, ঘাটালে দেবের প্রাপ্ত ভোট ১ লাখ ৪২ হাজার ৪২৫। হিরণ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৩৩ ভোট। প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে দেব। মেদিনীপুরে অগ্নিমিত্রা ১৫৭৩ ভোটের ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন জুনকে।
এদিকে, বরানগরের বিধায়ক হওয়ার লড়াইয়ে নেমেছেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। কিন্তু সেই স্বপ্নে গুড়ে বালি।
বরানগর থেকে কোনো ইতিবাচক ফলাফল মেলেনি সায়ন্তিকার। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই আসনে এগিয়ে রয়েছেন সায়ন্তিকার বিপরীতে থাকা বিজেপি প্রার্থী সজল ঘোষ।
এর আগে একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন এই অভিনেত্রী।
তখন পরাজিত হলেও হাল ছাড়েননি। আঁকড়ে ধরেছিলেন বাঁকুড়ার মাটি। এখন বরানগরের বিধায়ক হওয়ার লড়াইয়ে এই অভিনেত্রী।
জেএন/পিআর