৭ জুন শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক ছয় দফা দিবস পালনের নির্দেশ

অনলাইন ডেস্ক

আগামী ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস। সারাদেশে এ দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হবে। দেশের স্কুল কলেজেও দিবসটি পালিত হবে। সেজন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৪ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

এতে বলা হয়, আগামী ৭ জুন যথাযোগ্য মর্যাদায় জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সংগতি রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালন করতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্ব স্ব কর্মসূচি প্রণয়নের আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে সুবিধাজনক দিনে দিবসের সঙ্গে সংগতিপূর্ণ লেখা, চিত্রকর্ম, কবিতা শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM