ভারতের অযোধ্যায় ফয়জাবাদ আসনে অবস্থিত বিতর্কিত রামমন্দির। এবারের নির্বাচনের আগে আলোচনায় ছিল ভোটে রামমন্দিরের প্রভাব থাকবে কতটা। রামমন্দির উদ্বোধনকে নির্বাচনী প্রচারের ইস্যুতে পরিণত করেছিল বিজেপি। কিন্তু খোদ ফয়জাবাদেই বিপুল ভোটে হারতে হলো তাদের।
রামমন্দির তৈরির আগের নির্বাচনে আসনটিতে ৬৫ হাজার ভোটে জিতেছিল বিজেপি। সেই আসনেই এবার ৫৪ হাজার ভোটে সমাজবাদী পার্টির আভাদেশ প্রসাদের কাছে পরাজিত হলেন বিজেপির লাল্লু সিং। ২০১৪ ও ২০১৯ সালের দুই নির্বাচনেই জয়ী হয়েছিলেন লাল্লু সিং৷
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের ও অযোধ্যার মর্যাদা রাখতে পারিনি। নিশ্চয়ই আমার মধ্যে কোনো কিছুর অভাব ছিল।’
চলতি বছরের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রামমন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯২ সালের দাঙ্গায় ধ্বংস করা ১৬ শতকের মসজিদের জায়গায় মন্দিরটি তৈরি করা হয়েছিল।
জেএন/এমআর