যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল ১২ বছর পর গ্রেফতার

অনলাইন ডেস্ক

কর্ণফুলী থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলী আকবর প্রকাশ বাবুলকে ১২ বছর পর নগরীর অলংকার মোড় থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাবের আভিযানিক দল।

- Advertisement -

গতকাল মঙ্গলবার রাতে গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেফতার বাবুল পটিয়া উপজেলার মধ্যম হুলাইন গ্রামের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ কর্ণফুলী মইজ্যারটেক এলাকা থেকে ৯৫ বোতল ফেনসিডিলসহ বাবুলকে গ্রেফতার করে থানা পুলিশ। এ মামলায় বাবুল দীর্ঘদিন কারাবাসের পর জামিনে বের হন।

- Advertisement -islamibank

এরপর থেকে সে পলাতক ছিল। এরই মধ্যে মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

পরবর্তীতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর সে বিভিন্নস্থানে ছদ্মবেশে আত্মগোপন করেছিল। মঙ্গলবার রাতে অবস্থান নিশ্চিত হয়ে নগরীর অলংকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

আজ বুধবার (৫ জুন) সকালে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন, র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম। তিনি জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার বাবুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM