জরিমানা ২ লাখ ৬ হাজার

অবৈধ বিদ্যুৎ সংযোগে আলোকিত মুরগি খামার,অতঃপর…

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনে অবৈধভাবে সংযোগ স্থাপন করে দীর্ঘদিন ধরেই আলোকিত হয়ে উঠেছিলো বিশাল এক মুরগি খামার

- Advertisement -

বিনিয়োগ ছাড়াই চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালারপোল ব্রিজ এলাকায় অবস্থিত এ খামারে অনেকদিন ধরেই ব্যবহার হয়ে আসছে অবৈধ বিদ্যুৎ লাইন। সম্প্রতি খবরটি পৌছে যায় কর্তৃপক্ষের কাছে।

- Advertisement -google news follower

মইজ্জ্যারটেক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) উপকেন্দ্র মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এর সত্যতা পাই। তাৎক্ষনিক ওই খামারের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তাছাড়া অভিযুক্ত ফার্মের মালিক নাজিম উদ্দিন প্রকাশ রুবেল ও শেলী আক্তারকে দুই লাখ ৬ হাজার টাকার অর্থদণ্ড দিয়ে ৩৮ ধারায় মামলা দায়ের করে বিদ্যুৎ আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

আজ বুধবার (৫ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মইজ্জ্যারটেক উপ-কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পটিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের (ভারপ্রাপ্ত) নির্বাহী প্রকৌশলী আ. স. ম. রেজাউন নবী।

তিনি বলেন, সরাসরি পিডিবির বিদ্যুৎ লাইন থেকে চুরি করে সংযোগ স্থাপনের মাধ্যমে মুরগির খামারটি আলোকিত করে রেখেছেন। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে অভিযানে গেলে হাতে নাতে ধরা পড়ে। সত্যতা পেয়ে দুই ব্যবসায়িকে জরিমানা করা হয় এবং লাইন বিচ্ছিন্ন করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM