বাঁশখালীতে জাল ভোট দিতে গিয়ে জরিমানা গুনলেন ৪ জন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার অপরাধে ৪ জনকে লক্ষ টাকার অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

- Advertisement -

আজ বুধবার (৫ জুন) দুপুরে সোয় ১২ টার দিকে উপজেলার বাহারচড়া কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর হাতে ধরা পড়ে এ চারজন।

- Advertisement -google news follower

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনিই এ অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. বুলবুল (৪১)কে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার দায়ে ৫০ হাজার টাকা, মো. রিফাত (৩০) কে ২০ জাহার, মো. মেজবাহ উদ্দিনকে ২০ হাজার মো. আক্কাস উদ্দিন (২৮)কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এ তথ্র নিশ্চিত করে বলেন, ২ জনকে জাল ভোট দেওয়ার দায়ে এবং অপর দুইজনকে ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রে অবস্থান করাযর অপরাধে এ জরিমানা করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM