দেশের প্রাচীন প্রাচীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ডায়গনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, চট্টগ্রাম শাখার সাথে চিকিৎসা সেবা চুক্তি সম্পন্ন করেছে সামাজিক সংগঠন এসএসসি ২০০০ ব্যাচ’র বন্ধুদের ফেসবুক ভিত্তিক গ্রুপ “বন্ধুই শক্তি ক্লাব ২০০০”।
বুধবার (৫ জুন) সকালে ইবনে সিনার কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
স্বাগত বক্তব্যে ইবনে সিনা ট্রাস্টের জেনারেল ম্যানেজার এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট-২ নিয়াজ মাকদুম শিবলী দেশব্যাপি ইবনে সিনার স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) এন্ড ইনচার্জ ইবনে ডি-ল্যাব, চট্টগ্রাম মোঃ আব্দুর রকিব, সিনিয়র সহকারী ব্যবস্থাপক জোনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট ইবনে সিনা ডি-ল্যাব, চট্টগ্রাম মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
“বন্ধুই শক্তি ক্লাব ২০০০” এর পক্ষে গ্রুপ ক্রিয়েটর লায়ন এ এম মুন্না চৌধুরী গ্রুপের বিভিন্ন দিক তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে গ্রুপের বেশ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে চট্টগ্রাম বিভাগের এসএসসি ২০০০ ব্যাচ এর বন্ধুদের পরিবারবর্গ ইবনে সিনা ডায়গনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সকল সেবায় কর্পোরেট বিশেষ সুবিধা লাভ করবেন।
জেএন/এমআর