হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী ও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মেরিল পেট্রোলিয়াম জেলি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক।
শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে ওই দুই এলাকার ১২০ জন হতদরিদ্র, প্রতিবন্ধী ও বিধবার মাঝে এ পণ্য তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পুলিশ পরিদর্শক শওকত হোসেন, নিলুফা ইয়াছমিন জয়িতা, সোহরাব শরীফ, শাহানা আলম, প্রিয়া দত্ত, আলী আশরাফ আজগরী, আবদুর রাজ্জাক রাজু, আবু কাবিদ, মোহাম্মদ মাহী, মো.হাসান, মনিরুল ইসলাম প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে এ সময় জানানো হয়, ‘চলো সবাইকে নিয়ে বাঁচি’ এ স্লোগানে কাজ করছে মানবিক। যাত্রা শুরুর পর থেকে সংগঠনটি সুবিধাবঞ্চিত, হতদরিদ্র মানুষের জন্য কাজ করছে। প্রতিবছর মানবিক বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেয়। এরই অংশ হিসেবে এবছরও হতদরিদ্রদের পাশে এসে দাঁড়িয়েছে সংগঠনটি। এ শীতে যেন দেশের কোনো মানুষ কষ্ট না পায়, এটিই মানবিকের লক্ষ্য।
জয়নিউজ/আরসি