পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাবে মস্তিষ্কের এঞ্জিওগ্রাম বা ডিএসএ স্ট্রোক ও নিউরোমেডিসিন এর আধুনিক চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২ ঘটিকায় পার্কভিউ হাসপাতালের সম্মেলন কক্ষে Scientific Seminar On Neuro Intervention in Bangladesh : Hope, Scope and Practice বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
পার্কভিউ হাসপাতালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা: শওকত এমরান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ মহিতুল ইসলাম। অনুষ্ঠানে কী-নোট স্পীকার হিসেবে ছিলেন ঢাকা ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালের ইন্টারভেনশনাল ও স্ট্রোক নিউরোলজিস্ট ডা: এস এম আরাফাত আমিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ.টি.এম রেজাউল করিম।
প্যানেল অফ এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ রবিউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী অধ্যাপক ডা: শিউলী মজুমদার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ মহিতুল ইসলাম, রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা; মোহাম্মদ তৈয়ব।
উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, ডা: মোহাম্মদ মঈনউদ্দীন চেীধুরি, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: এম. এম আলম সাদী, ডা: আ.ই.ম.ন জাহাঙ্গীর সেলিম, ডা: ইকবাল মাহমুদ, শিশু সার্জারী বিশেষজ্ঞ ডা: মাহফুজুল কবির, মেডিকেল ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডাঃ আহামদ রহিম, ডিরেক্টর (কম্প্লায়েন্স) ডা: সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন ও নিউরোসার্জারী বিভাগের ডাক্তার, পার্কভিউ হাসপাতালের আই.সিউ, সিসিউ, ও অন্যান্য মেডিকেল অফিসারগণ, পার্কভিউ হাসপাতালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম ও মার্কেটিং কর্মকর্তাগন, হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কী-নোট স্পীকার ডা: এস এম আরাফাত আমিন তার বক্তব্য বলেন, মস্তিষ্কের এঞ্জিওগ্রাম বা ডিএসএ স্ট্রোক হল রক্তনালির পরীক্ষা। ব্রেইনের রক্তনালির পরীক্ষাকে ডিজিটাল সাবস্ট্রেকশন এঞ্জিওগ্রাম ( সংক্ষেপে ডিএসএ) বলে। তাছাড়া সিটি বা এমআর এঞ্জিওগ্রামের মাধ্যমেও রক্তনালির রোগ সনাক্ত করা যায় কিন্তু ডিএসএ একটি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যার মাধ্যমে অতি সুক্ষ সমস্যা নির্ণয় সম্ভব। চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাবে নির্ভুলভাবে মস্তিষ্কের এঞ্জিওগ্রাম করা সম্ভব।
পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ.টি.এম রেজাউল করিম তার বক্তব্য বলেন, চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাব হার্টের চিকিৎসায় যেভাবে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছে, তেমনিভাবে স্ট্রোকের আধুনিক চিকিৎসা ও অন্যান্য নিউরোলজিকাল সমস্যার সমাধানে টিম পার্কভিউ নতুন মাইলফলক রচনা করবে ইনশাআল্লাহ।
জেএন/এমআর