বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া মোটরসাইকেলের রং ও যন্ত্রাংশ পরিবর্তন করে নতুন মোটরসাইকেল হিসেবে বিক্রি করা চক্রটির নাম- ‘প্রিপেইড সিন্ডিকেট’। চক্রটিতে বেশ কয়েকজন সক্রিয় সদস্য থাকার তথ্য জানতে পেরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক। এসময় তাদের কাছ থেকে ৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল, ৩টি ‘মাস্টার কি’ উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. আবিদ হোসেন শ্রাবন (২০), মো. আজিজুর রহমান (২৪), মো. রাফি (৩১), মো. আব্দুল্লাহ আল আবেদ প্রকাশ তুহিন (২৪), মো. শাহাদাত হোসেন প্রকাশ খোকা (২৭) ও মো. জমির হোসেন (২০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, ‘নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রিপেইড সিন্ডিকেট নামে একটি মোটরসাইকেল চুরি ও বিক্রির সাথে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ধরনের চোর চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।’
জেএন/এমআর