দূতাবাস পাড়ায় কনস্টেবলের গুলিতে কনস্টেবলের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের এক সদস্য আরেক সদস্যকে গুলি করেছে। নিহত পুলিশ সদস্যের লাশ ঘটনাস্থলে পড়ে রয়েছে। এলোপাথাড়ি ছোড়া গুলিতে এসময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন।

- Advertisement -

শনিবার দিনগত রাত (৯ জুন) সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা রয়েছে।

- Advertisement -google news follower

এখনও অভিযুক্ত পুলিশ সদস্য বন্দুক তাক করে রেখেছে। তবে কেন বা কী কারণে এমন ঘটনার সৃষ্টি– এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না।

রাত ১২ টা ২০ মিনিটের দিকে ওসি বলেন, ‘সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারি আহত হয়েছে বলে শুনেছেন। কিন্তু ওই পুলিশের হাতে অস্ত্র থাকায় সামনের দিকে যেতে পারছেন না।’

- Advertisement -islamibank

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গুলি নিক্ষেপকারী মানসিক বিকারগ্রস্থ।

তিনি জানান, নিহত পুলিশ সদস্যের মরদেহ ফিলিস্তিন দূতাবাসের সামনের রাস্তায় পড়ে আছে। তার পিঠে তিনটি গুলির চিহ্ন দেখা যাচ্ছে।

এ বিষয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ‌‘গুলশান কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে পুলিশ সদস্য। আমরা এমন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটিসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত ফিলিস্তিন দূতাবাসে ডিউটিরত কনস্টেবল কাওসার আলীর গুলিতে নিহত হয়েছেন কনস্টেবল মনিরুল।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM