ভারতের একটি কয়লাখনিতে কয়লা উত্তোলনের সময় ধস নামায় অন্তত ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়ায় বেআইনিভাবে কয়লাখনিতে কাজ করতে গিয়ে ধসের কবলে পড়েন অন্তত ১৩ জন শ্রমিক। সেখানে শ্রমিকরা বেআইনিভাবে কয়লা উত্তোলন করছিলেন।
স্থানীয়দের কাছ থেকে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) এই নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকর্মীরা।
শনিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে ৩৭০ ফুট গভীর কয়লাখনিটিতে আবার উদ্ধার অভিযান শুরু করেছে। খনিটিতে এখনো ৭০ ফুট পানি রয়েছে বলে জানা গেছে।
ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) ১২০ জন সদস্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ উদ্ধার কাজ শুরু করেন। রাজ্য দুর্যোগ বাহিনীর সদস্যদের পাশাপাশি দমকল ও অন্যান্য দপ্তরের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেননি।