স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ।
ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা ও জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিস সমূহে ৮জুন থেকে ১৪ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হচ্ছে।
গত শনিবার (৮জুন) সকালে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে সেবা বুথ। এদিন বুথ উদ্বোধনকালে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি ) নুসরাত ফাতেমা চৌধুরী।
এতে সার্ভেয়ার কাজল মিয়া, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো.খোরশেদ আলম, সালাহউদ্দিন, মেজবাহ উদ্দিনসহ উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী ডাকযোগে মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসি আর প্রদান, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সংক্রান্ত চালুকৃত হটলাইনের(১৬১২২) উপযোগী ব্যবহার, সেবা সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসার জবাব প্রদান, নামজারি ও জমাখারিজ সংক্রান্ত তথ্য প্রদান, সই মুহুরী নকল সরবরাহের আবেদন গ্রহন এবং প্রযোজ্য ক্ষেত্রে কাঙ্খিত আবেদন সরবরাহ সেবা সমূহ নিশ্চিত করা হবে বুথে।
জেএন/পূজন/এমআর