চবির সিনেট সদস্য মনোনীত হলেন ৫ সাংসদ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য হিসেবে চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীসহ পাঁচ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

- Advertisement -

গত ৫ জুন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় উপসচিব মো. মাহবুবুল জামিল স্বাক্ষরিত এক চিঠিতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

- Advertisement -google news follower

বাকি চার সংসদ সদস্যরা হলেন- কক্সবাজার-২ আসনের আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এস এম আল মামুন এবং চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সাংসদ মাহাবুব উর রহমান।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেটে সভাপতির দায়িত্ব পালন করেন। উপ-উপাচার্য, সরকার মনোনীত পাঁচজন সরকারি কর্মকর্তা, স্পিকার মনোনীত ৫ জন সংসদ সদস্য, চ্যান্সেলর মনোনীত পাঁচজন বিশিষ্ট শিক্ষাবিদ, সিন্ডিকেট মনোনীত গবেষণা প্রতিষ্ঠানের পাঁচজন, পদাধিকারবলে একজন সদস্য, রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটবৃন্দ মনোনীত ২৫ জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচিত ৩৩ জন, সচিব এবং পাঁচজন ছাত্র প্রতিনিধির সমন্বয়ে সিনেট বডি গঠিত হয়।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM