রামগড় সোনাইপুল বাজারে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম আলমগীর জানান, শুক্রবার বিকেলে সোনাইপুল বাজারে নৌকা প্রতীকের নির্বাচনি প্রচারণা চালানোর সময় ধানের শীষের সমর্থকরা হামলা চালিয়ে তাদের মারধর করে। এতে দলীয় চার কর্মী মো. সোহেল, অপু দাশ, আবু তাহের ও নাসির উদ্দিন আহত হন। বর্তমানে আহতরা রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. বাদশা মিয়া, ছাত্রলীগ আহ্বায়ক কাউছার হাবিব শোভন ।
হামলা সম্পর্কে জানতে চাইলে জেলা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হোসেন বাবলু আওয়ামী লীগ নেতৃবৃন্দের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরাই আমাদের শান্তিপূর্ণ প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করে। এসময় মো. কামাল হোসেন নামের বিএনপির এক সমর্থককে বেদম মারধর করার অভিযোগ করেন তিনি।