মৌসুমি বায়ুর প্রভাবে প্রতিদিন দেশের বিভিন্নস্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে ঝরছে বৃষ্টি। তবে দিনের অন্য সময়ে তাপপ্রবাহের আঁচও গায়ে লাগছে বেশ। অস্বস্তিকর একটি পরিবেশের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে।
এ অবস্থায় আজ সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।
সোমবার (১০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, বগুড়া, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ তেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
জেএন/পিআর