কক্সবাজারে শ্যামলী ও সোহাগ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের তলিয়াঘোনা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহন (ঢাকামেট্রো ব-১১-০৯৫২) ও কক্সবাজারমুখী সোহাগ পরিবহনের (ঢাকামেট্রো ব-১১-৬২৬৬) বাস দুটি ওভারটেকিংয়ের প্রতিযোগিতা করতে গেলে সংঘর্ষ হয়।
খবর পেয়ে তুলাবাগান হাইওয়ে পুলিশের এসআই চন্দন শর্মা ও হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ ও কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেন। এসময় কক্সবাজার সড়কের দুই পাশে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।
এসআই চন্দন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়নিউজকে বলেন, আহতদের চিকিৎসা চলছে। গাড়ি দুটি তাদের হেফাজতে রাখা হয়েছে।
এদিকে আহত দুই চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি।
জয়নিউজ/শামীম/বিশু/জুলফিকার