কক্সবাজারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫

কক্সবাজারে শ্যামলী ও সোহাগ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের তলিয়াঘোনা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহন (ঢাকামেট্রো ব-১১-০৯৫২) ও কক্সবাজারমুখী সোহাগ পরিবহনের (ঢাকামেট্রো ব-১১-৬২৬৬) বাস দুটি ওভারটেকিংয়ের প্রতিযোগিতা করতে গেলে সংঘর্ষ হয়।

খবর পেয়ে তুলাবাগান হাইওয়ে পুলিশের এসআই চন্দন শর্মা ও হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ ও কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেন। এসময় কক্সবাজার সড়কের দুই পাশে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।

- Advertisement -islamibank

এসআই চন্দন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়নিউজকে বলেন, আহতদের চিকিৎসা চলছে। গাড়ি দুটি তাদের হেফাজতে রাখা হয়েছে।

এদিকে আহত দুই চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি।

জয়নিউজ/শামীম/বিশু/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM