ইয়েমেনে নৌকাডুবে অন্তত ৩৮ অভিবাসীর মৃত্যু

ভিনদেশ ডেস্ক :

ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী বন্দর শহর এডেনে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ও শতাধিক লোক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -

সোমবার (১০ জুন) পূর্ব এডেনের শাবওয়া প্রশাসনিক অঞ্চলে ঘটেছে এই ঘটনা। এই অভিযাত্রীদের সবাই আফ্রিকার ‘হর্ন অব অফ্রিকা’ অঞ্চলের চার দেশ ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি ও সোমালিয়ার বাসিন্দা।’

- Advertisement -google news follower

এডেনের রুদুম অঞ্চলের প্রশাসনিক প্রধান হাদি আল খুরমা রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, ‘মৎসজীবী এবং স্থানীয় লোকজনের সহায়তায় এই ৩৮ জনের দেহ এবং ৭৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জীবিতরা জানিয়েছেন, তাদের আরও ১০০ জন সহযাত্রী এখনও নিখোঁজ। আমাদের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতিসংঘকেও এসব তথ্য জানানো হয়েছে।

- Advertisement -islamibank

তুরস্ক ও লিবিয়ার পাশপাশি সম্প্রতি ইয়েমেনের এডেন বন্দর শহরও সাগরপথে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের ভিড় বাড়ছে। এই অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা।

জাতিসংঘের তথ্য অনুসারে, গত বছর আফ্রিকা ও এশিয়া থেকে এডেন বন্দরে এসেছেন অন্তত ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী। তাদের সবারই লক্ষ্য লোহিত সাগর পাড়ি দিয়ে ইউরোপে গমন। সূত্র : রয়টার্স

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM