পাকিস্তান-চীনের সঙ্গে কূটনৈতিক পরিকল্পনা নিয়ে কি বলছেন জয়শঙ্কর

প্রতিবেশী ডেস্ক :

ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন হয়েছে। এবারও পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব সামলাবেন এস জয়শঙ্কর। তার ওপরই আবার আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

- Advertisement -

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিতীয় মেয়াদে নতুন দপ্তরে বসার আগে পাকিস্তান-চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

- Advertisement -google news follower

এস জয়শঙ্কর বলেন, মোদির নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধানে জোর দেবে।

জয়শঙ্কর আরও বলেন, যেকোনো দেশে বিশেষ করে গণতান্ত্রিক দেশে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করা অনেক বড় একটি বিষয়। ভারতে ব্যাপক রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান আছে তা আজকের বিশ্ব অবশ্যই অনুভব করবে।

- Advertisement -islamibank

জয়শঙ্কর উল্লেখ করেন, চীন ও পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কও যেমন ভিন্ন তেমনি সেখানকার সমস্যাগুলোও ভিন্ন।

আমাদের ফোকাস থাকবে চীনের সাথে সীমান্ত ইস্যু সমাধান করা। আর পাকিস্তানের সঙ্গে আমরা বহু পুরাতন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সমস্যা সমাধানের চেষ্টা করব।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বর্তমান এই সংঘাতপূর্ণ এবং বিভাজিত বিশ্বে এনডিএ সরকার ভারতকে বিশ্ব বন্ধু হিসেবে স্থাপন করবে বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন জয়শঙ্কর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM