চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

- Advertisement -

মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে দুই শিশু নিখোঁজের খবর পায় ফায়ার সার্ভিস।

- Advertisement -google news follower

এরপর ফায়ার সার্ভিসের লামারবাজার স্টেশনের একটি ইউনিট ও আগ্রাবাদ ফায়ার ইউনিটের ডুবুরি দল ওই দুই শিশুকে উদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, চাক্তাইয়ের স্লুইসগেট এলাকায় নিখোঁজ হয় ওই দুই শিশু।

- Advertisement -islamibank

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুকে উদ্ধার করা যায়নি। তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ওই দুই শিশু ককসিট নিয়ে খেলা করছিল পানিতে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

ফায়ার সার্ভিসের অফিসার জসিম উদ্দিন বলেন, ‘আমরা একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে অভিযান চালিয়ে যাচ্ছি। এখনও নিখোঁজ শিশুর অভিভাবক পাওয়া যায়নি।’

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, ওই দুই শিশু স্লুইসগেটের নদীর পাশে খেলা করছিল। সেখানেই নিখোঁজ হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM