চাক্তাই খালে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীসংলগ্ন চাক্তাই খালে ডুবে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। তবে শিশুটির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

- Advertisement -

বুধবার (১২ জুন) ভোরে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় চাক্তাই খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার হয়েছে।

- Advertisement -google news follower

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ভোর সাড়ে ৬টার দিকে এক শিশুর লাশ ভেসে আসার পর রাজাখালী ফায়ার স্টেশনের কর্মকর্তারা উদ্ধার করে সেটি পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন বলেন, ‘রাজাখালী ফায়ার সার্ভিসের সামনে চাক্তাই চৌদ্দ নম্বর গলির শেষপ্রান্তে খালে লাশ ভেসে আসে। শিশুটির বয়স আনুমানিক ১০ বছর। এখনও পর্যন্ত শিশুটির কোনো অভিভাবককে আমরা পাইনি। স্থানীয় লোকজনও কেউ চিনতে পারছেন না। এজন্য পরিচয় শনাক্ত করা যায়নি।’

- Advertisement -islamibank

স্থানীয় লোকজনের কাছ থেকে দুই শিশু তলিয়ে যাবার খবর পেয়ে মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বাকলিয়া থানার নতুন নতুন ফিশারিঘাটসংলগ্ন চাক্তাই খালে তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয়দের ভাষ্য ছিল, গোসল করতে এক শিশু প্রথমে খালে নামে। এসময় জোয়ার এলে স্রোতের টানে সে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে আরেক শিশু খালে ঝাঁপ দেয়। পরে দু’জনই তলিয়ে যায়। তবে জোয়ার থাকায় স্রোতের কারণে তল্লাশিতে উদ্ধার সম্ভব হয়নি। বুধবার সকাল থেকে ফের তল্লাশি চালানোর প্রস্তুতির মধ্যে লাশটি ভেসে আসে।

এদিকে অভিভাবকের সন্ধান না পাওয়ায় শুরু থেকেই কেউ আদৌ নিখোঁজ কি না সেটা নিয়ে সন্দিহান ছিলেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এখন এক শিশুর লাশ উদ্ধারের পর আর কেউ নিখোঁজ নেই বলে ধারণা তাদের।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM