সকালে এক পশলা স্বস্তির বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম নগর

অনলাইন ডেস্ক

টানা কয়েকদিনের অসহনীয় গরমের পর চট্টগ্রামে এক পশলা বৃষ্টি হয়েছে। হঠাৎ করেই মেঘে ছেয়ে যায় চট্টগ্রামের আকাশ। শুরু হয় ঝুমঝুম বৃষ্টি।

- Advertisement -

বুধবার (১২ জুন) সকালে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে। তীব্র তাপপ্রবাহে ধুঁকতে থাকা মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন।

- Advertisement -google news follower

এদিকে, তীব্র গরমে একটুখানি বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলে চট্টগ্রামবাসী। সম্প্রতি তীব্র দাবদাহের কারণে মানুষ এতদিন আকাশপানে বৃষ্টির আশায় তাকিয়ে ছিল।

তাৎক্ষণিকভাবে আবহাওয়া অফিস থেকেও বৃষ্টিপাতের পরিমাণ জানা যায়নি। যদিও বৃষ্টিপাতের ঘণ্টাখানেক আগে থেকে চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন ছিল।

- Advertisement -islamibank

আবহাওয়া অফিস সূত্র জানায়, আবহাওয়ার বুধবারের পূর্বাভাসেও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রায় দুই সপ্তাহ ধরে প্রচণ্ড গরম পড়ছে। এর মধ্যে গত ৫জুন তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। এরপর তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।

তাপমাত্রার পাশাপাশি বাতাসের আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম অনুভূত হয়। এই বৃষ্টি সাময়িক স্বস্তি ডেকে আনলেও তা স্থায়ী হয়নি।

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM