কুয়েতে শ্রমিকদের আবাসনে আগুন, নিহত ৪১

অনলাইন ডেস্ক

কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ শহরে শ্রমিকদের আবাসন ভবনে অগ্নিকাণ্ডে ৫ ভারতীয়সহ ৪১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। দেশটির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

- Advertisement -

যে ভবনে আগুন লেখেছে সেটি শ্রমিক ও গৃহকর্মীদের আবাসন হিসেবে ব্যবহৃত হতো বলে জানিয়েছে মেজর জেনারেল ঈদে রাশেদ হামাদ। তিনি জানান, দুর্ঘটনার সময় সেখানে বহু শ্রমিক অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের পর ভবন থেকে অনেককে উদ্ধার করা হয়েছে। তবে আগুন ও ধোঁয়ায় অনেকে প্রাণ হারিয়েছেন বলেও জানান তিনি।

- Advertisement -google news follower

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

কুয়েতে বর্তমানে বহু প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কি না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM