বিজিবির টহল টিমের ধাওয়ায় পালাল কারবারি

লুঙ্গি দিয়ে মোড়ানো পোটলায় ছিল অর্ধলক্ষ পিস ইয়াবা

দেশজুড়ে ডেস্ক :

পাশ্ববর্তী দেশ মায়ানমার হতে নানান উপায়ে ছোট-বড় ইয়াবার চালান বাংলাদেশে আনছে সংঘবদ্ধ পাচারকারী চক্র। মঙ্গলবার রাতে তেমনি একটি চালানের গোপন খবরে প্রস্তুত ছিল বিজিবি।

- Advertisement -

টেকনাফের সাবরাং দক্ষিণ দিকে জিন্নাখাল নামক এলাকা দিয়ে মাদকের চালানটি আসার কথা। সে তথ্যে সাবরাং বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

- Advertisement -google news follower

রাতের গভীরতা বাড়লে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে দুই ব্যক্তিকে জিন্নাখাল এলাকার দিকে আসতে দেখে টহলদল।

গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করে টহলদল। তবে বিজিবির টহলদলের উপস্থিতি বুঝত পেরে হাতে থাকা একটি পোটলা ফেলে অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

- Advertisement -islamibank

পরে সেখানে তল্লাশী চালিয়ে লুঙ্গি দিয়ে মোড়ানো একটি পোটলা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি টহলটিম।

আজ বুধবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ২ এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি বলেন, চোরাকারবারীদেরকে সনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM