বোয়ালখালীতে টি কে পেপার মিল শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীর টি কে পেপার মিলে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৭টা থেকে পূর্ব কালুরঘাট টি কে কেমিক্যাল লিমিটেড কমপ্লেক্সে শ্রমিক সংগঠনের ব্যানারে ২য় দিনের মতো এ কর্মসূচি পালন করছেন কারখানাটির দুই শতাধিক শ্রমিক।

- Advertisement -google news follower

এর আগে গতকাল বুধবার (১২ জুন) শ্রমিক ছাটাই বন্ধ, ওভার টাইমে বৈষম্য এবং ১৫ জন শ্রমিকের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, দাবি দাওয়া আদায়ের কথা বলায় ১৫ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এ আদেশ প্রত্যাহার করা না হলে তাদের ছাড়া কাজে যোগ দেবেন না তারা।

- Advertisement -islamibank

অপ্রীতিকর ঘটনা এড়াতে বোয়ালখালী থানার পুলিশ ও শিল্প পুলিশ টি কে কেমিক্যাল লিমিটেড কমপ্লেক্সে অবস্থান করছেন।

শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে শ্রমিক নেতাদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কয়েকদফা বৈঠক করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন।

তিনি বলেন, বরখাস্তকৃত ১৫ জন ছাড়া বাকিদের যোগদানের কথা বলছেন কারখানা কর্তৃপক্ষ। তবে এ ১৫ জন শ্রমিকের বিষয়ে দুই পক্ষই অনড় থাকায় সুরাহা হচ্ছে না।

জেএন/পূজন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM